Thursday, December 20, 2012

Google AdSense Terms and Conditions - বাংলা শর্তাবলী


Google AdSense লটারি প্রোগ্রামের জন্য রেজিস্টার করার আগে এই শর্তাবলী ও প্রশ্নগুলো খুব মনযোগ দিয়ে পড়ুন। Google AdSense লটারি প্রোগ্রামে অংশগ্রহণ করা নির্দেশ করে যে আপনি এই শর্তাবলী গ্রহণ করেছেন। অনুগ্রহ করে রেজিস্টার অথবা Google AdSense লটারি প্রোগ্রামে অংশগ্রহণ করবেন না যদি আপনি এই শর্তাবলী গ্রহন না করেন।

ভূমিকাঃ Google AdSense অনলাইন প্রোগ্রাম ("Program"), আপনার এবং Google Inc. ("Google") -এর মধ্যে চুক্তির ("Agreement") স্ট্যান্ডার্ড শর্তাবলী ("Terms and Conditions") এখানে উপস্থিত রয়েছে। প্রোগ্রামের একটি বিবরণ, প্রায়ই জানতে চাওয়া প্রশ্নগুলোর ("FAQ") Google দ্বারা দেওয়া উত্তর https://www.google.com/adsense/faq পাওয়া যাবে, বা অন্য এই ধরনের URL, যা সময়ে সময়ে গুগল প্রকাশ করতে পারে। আপনি ("You") অথবা প্রকাশক ("Publisher") অর্থ কোনো সত্তা, একটি তালিকাভুক্তি ফর্ম, একই ব্যক্তি বা সম্বন্ধ এবং / অথবা যেকোন সংস্থা বা তার নেটওয়ার্ক (বা তাদের) পক্ষ থেকে দ্বারা চিহ্নিত সকলেই, এই চুক্তির শর্তাবলী দ্বারা আবদ্ধ হইবে।

Monday, December 17, 2012

Bangladesh Computer Security Incident Response Team (BD-CSIRT)

কয়েক বছর আগের কথা। আমার এক Friend একটি সামাজিক Website ব্যাবহারের মাধ্যমে তার পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব এবং তার কর্মস্থলের সহকারীদের সাথে যোগাযোগ রক্ষা করতো। বেশ কয়েক মাস পর সে আমাকে জানালো, সেই Website -টিতে কিছুদিন ধরে সে আর প্রবেশ করতে পারছেনা। আমি দেখলাম তার Password পরিবর্তন হয়েছে। তাকে কথাটি জানাতেই সে বেশ বিব্রত হয়ে পরল। তার কারণটি আমরা সবাই কমবেশি ধারনা করতে পারছি। Friend যেন অনাকাঙ্ক্ষিত কোন বিপদের সম্মুখীন না হয় তাই আমি দ্রুত তার List -এর সকলকে বিষয়টি অবগত করি।

এমন অবস্থার সম্মুখীন আমরা বিভিন্ন ক্ষেত্রে প্রায়সই হচ্ছি। কোন কিছু চুরিগেলে আমাদের যেমন প্রশাসনের মাধ্যমে ব্যবস্থা গ্রহনের সুযোগ-সুবিধা রয়েছে, শাস্তির বিধান রয়েছে। উন্নত দেশে ঠিক তেমনি Online, Internet অথবা এজাতীয় অপরাধের উপযুক্ত শাস্তির বিধান রয়েছে এবং এটি নিয়ন্ত্রনের জন্য যথাযত কর্তৃপক্ষ রয়েছে।

যখন আমরা সারাবিশ্বের সাথে তাল মিলিয়ে দেশকে Digitalized করতে চেষ্টা করছি তখন এ জাতীয় সমস্যা একটি ভয়াবহ সমস্যা হয়ে দাঁড়াবে। আর তাই সরকারের এই নিয়ন্ত্রণ ব্যবস্থা Bangladesh Computer Security Incident Response Team (BD-CSIRT) গঠন একটি যুগান্তকারী পদক্ষেপ। তবে সরকারের এই ব্যবস্থাকে কার্যকর রাখতে আমাদের সকলকেই এগিয়ে আসা যেমন জরুরী তেমনিভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করা এবং প্রযুক্তিগত আধুনিক ও যুগোপযোগী হওয়া বিশেষ জরুরী।

Tuesday, November 27, 2012

Blogspot / Blogger Pagination

Long page blog nobody likes. One of the main reasons that take long time to load specially for slow connections. And that not looks good. Lot of users want to know how to pagination their blogs. My this article for them. It's just simple and clear. Follow these steps below and apply to your blog. There is a Demo too.

Step 1: Open Edit HTML under Template option and click Proceed
Step 2: Search ]]></b:skin> and paste below script just before of ]]></b:skin>