Monday, December 17, 2012

Bangladesh Computer Security Incident Response Team (BD-CSIRT)

কয়েক বছর আগের কথা। আমার এক Friend একটি সামাজিক Website ব্যাবহারের মাধ্যমে তার পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব এবং তার কর্মস্থলের সহকারীদের সাথে যোগাযোগ রক্ষা করতো। বেশ কয়েক মাস পর সে আমাকে জানালো, সেই Website -টিতে কিছুদিন ধরে সে আর প্রবেশ করতে পারছেনা। আমি দেখলাম তার Password পরিবর্তন হয়েছে। তাকে কথাটি জানাতেই সে বেশ বিব্রত হয়ে পরল। তার কারণটি আমরা সবাই কমবেশি ধারনা করতে পারছি। Friend যেন অনাকাঙ্ক্ষিত কোন বিপদের সম্মুখীন না হয় তাই আমি দ্রুত তার List -এর সকলকে বিষয়টি অবগত করি।

এমন অবস্থার সম্মুখীন আমরা বিভিন্ন ক্ষেত্রে প্রায়সই হচ্ছি। কোন কিছু চুরিগেলে আমাদের যেমন প্রশাসনের মাধ্যমে ব্যবস্থা গ্রহনের সুযোগ-সুবিধা রয়েছে, শাস্তির বিধান রয়েছে। উন্নত দেশে ঠিক তেমনি Online, Internet অথবা এজাতীয় অপরাধের উপযুক্ত শাস্তির বিধান রয়েছে এবং এটি নিয়ন্ত্রনের জন্য যথাযত কর্তৃপক্ষ রয়েছে।

যখন আমরা সারাবিশ্বের সাথে তাল মিলিয়ে দেশকে Digitalized করতে চেষ্টা করছি তখন এ জাতীয় সমস্যা একটি ভয়াবহ সমস্যা হয়ে দাঁড়াবে। আর তাই সরকারের এই নিয়ন্ত্রণ ব্যবস্থা Bangladesh Computer Security Incident Response Team (BD-CSIRT) গঠন একটি যুগান্তকারী পদক্ষেপ। তবে সরকারের এই ব্যবস্থাকে কার্যকর রাখতে আমাদের সকলকেই এগিয়ে আসা যেমন জরুরী তেমনিভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করা এবং প্রযুক্তিগত আধুনিক ও যুগোপযোগী হওয়া বিশেষ জরুরী।

1 comment:

  1. I appreciate the government effort. We have no chance to deny that Awami League government did lot of development works in this term. God may bless Bongobondhu's Daughter Ms. Hasina.

    ReplyDelete